আজ ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

না ফেরার দেশে চলে গেলো মুন্না

 

ওয়াসিমুল বারী সিয়াম:

ঢাকায় রোড এক্সিডেন্টে মোঃ তরিকুজ্জামান (মুন্না) সড়ক দূর্ঘটনায় আজ ভোর ৪ঃ৩০ মিনিটে ইন্তেকাল করেন।
(ইন্না লিল্লাহ ওয়া ইন্না-ইলাইহী রাজীউন)
হে আল্লাহ্‌, তাকে সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন, তাকে ক্ষমা করুণ এবং তাকে দয়া করুণ, শান্তিতে রাখুন, তার থাকার স্থানটিকে মর্যাদাশীল করুণ, তার কবরকে প্রশস্থ করে দিন। বরফ ও তুষারের শুভ্রতা দিয়ে, তাকে গুনাহ থেকে এমন ভাবে পরিস্কার করে দাও সাদা কাপড় পরিস্কার হয় ময়লা থেকে, তাকে দুনিয়ার বাসস্থানের চেয়ে উত্তম বাসস্থান, পরিবার ও সঙ্গী দান করুন, হে মাবুদ, তাকে জান্নাতে দাখিল করুন, তাকে কবর আর দোজখের আজাব থেকে রক্ষা করুণ। আমিন।।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ