মুন্সীগঞ্জ প্রতিনিধি :
মুন্সীগঞ্জের সদর উপজেলার রামপালে র্যাবের অভিযানে ৭ শ’ পিস ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী আটক। জানা যায়,মুন্সীগঞ্জের সদর উপজেলার রামপালে অভিযান চালিয়ে ৭শ’ পিস ইয়াবা ট্যাবলেট সহ আলমাছ শেখ(৫২) ও মোঃ মোস্তাফিজুর রহমান বনি(৩৫) নামে দুইমাদক ব্যবসায়ীকে আটক করছে র্যাব -১১। আটককৃত আলমাছ শেখ সদর উপজেলা রামপাল এলাকার মৃত আমিন উদ্দিনের ছেলে,অপর জন একই এলাকার হাজী আব্দুল মতিন দেওয়ানের ছেলে। র্যাবে-১১ প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিত্বে সোমবার ২ নভেম্বর রাত পোনে ৮টার দিকে মুন্সীগঞ্জের সদর উপজেলার রামপাল গ্রামে অভিযান চালায়। র্যাবের তথ্য মতে কতিপয় মাদক কারবারী ওই এলাকায় ইয়াবা ট্যাবলেট ক্রয় বিক্রর করছিল। এ সময় ৭শ’ পিছ ইয়াবা সহ আলমাছ শেখ ও মোঃ মোস্তাফিজুর রহমান বনি নামে দুই মাদক ব্যবসায়ীকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে। অভিযানের নেতৃত্ব দেন র্যাব-১১ এর সিপিসি-১,মুন্সীগঞ্জ এর কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার প্রণব কুমার। সুত্র থেকে জানা যায়, আটক মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ মুন্সীগঞ্জের বিভিন্ন স্থানে অভিনব কায়দায় মাদকের ব্যবসা চালিয়ে আসছিল। তারা এলাকায় চিহ্নতি মাদক ব্যবসায়ী,স্থানীয় মাদক ব্যবসা সিন্ডিকেটের সক্রিয় সদস্য বলে জানা যায়। আতককৃত দুই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধু মুন্সীগঞ্জ সদর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।