নিজস্ব প্রতিবেদক :
সাভারে ভারসাম্যহীন হয়ে বরকত উল্লাহ (৩৩) নামের এক পুলিশের কনস্টেবল আত্মহত্যা করেছেন। তিনি খাগড়াছড়ি পুলিশ লাইনে ছিলেন বলে জানা গেছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম।
এর আগে সোমবার (২ নভেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে সাভারের জামসিং উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
তিনি শরিয়তপুর জেলার এম আহসান উল্লাহ’র ছেলে। তিনি সাভারের জামসিং এলাকার নিজ বাড়িতে পরিবারের অবসর সময় কাটাতেন।
পুলিশ জানায়, ওই এলাকার নিজ বাড়ির একটি আমগাছ থেকে নিহতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভারসাম্যহীন হয়ে আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ওই পুলিশ সদস্যকে কিছুদিন আগে ডিসচার্জ করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
সাভার মডেল থানার পরিদর্শক এএফএম সায়েদ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।