সাজন বড়ুয়া সাজু :
সব জল্পনা কল্পানার অবসান ঘটিয়ে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এর স্বাক্ষরিত ১৪ সদস্যদের একটি জেলা কমিটি ঘোষনা করে।
নতুন কমিটিতে সাদ্দাম হোসাইন কে সভাপতি ও আবু মোঃ মারুফ আদনানকে সাধারণ সম্পাদক করে এই নতুন কমিটি ঘোষনা করে।
কমিটির মধ্যে পর্যায়ক্রমে মইন উদ্দিন,কাইসার উল আলম মুন্না চৌধুরী,বোরহান উদ্দিন খোকন,নারিমা জাহান কে সহ-সভাপতি
আনোয়ার হোসেন,শাখাওয়াত হোসেন,সাজ্জাদুল হক,মোঃ শওকত হোসেন পেকুয়া কে যুগ্ন-সাধারণ সম্পাদক।
ওয়াসিফ কবির, কামরুজ্জামান হিরু,এহসানুল হক মিলন,গাজী নাজমুল কে সাংগঠনিক সম্পাদক করা হয়।
এদিকে রাত সাড়ে ৭টয় কমিটি ঘোষণা করার পর পরই কমিটিতে অপ্রত্যাশিত পদবি না পাওয়া ও পদবঞ্চিত হওয়ায় মারুফ হোসাইন ও মইন উদ্দিনের নেতৃত্বে উক্ত কক্সবাজার শহরের প্রধান সড়কের ফজল মার্কেট সংলগ্নে এক বিক্ষোভ মিছিল ও টায়ার জালিয়ে শত শত নেতা-কর্মীরা প্রতিবাদ করে।
তাছাড়া সদ্য কমিটি অবাঞ্চিত ও অবৈধ ঘোষণা বলে নিজের ফেইসবুকে একটি স্ট্যাটাস পোস্ট করেন সদ্য বিদায়ী সভাপতি ইশতিয়াক আহমেদ জয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোরশেদ হোসেন তানিম।
সদ্য এই কমিটির দেয়ার ফলে কক্সবাজার শহরের থমথমে পরিস্থিতি বিরাজ করছে,এবং নেতা-কর্মীরা কক্সবাজার জেলা ছাত্রলীগের কার্যালয়ে বর্তমানে জড়ো হতে থাকে,
তাই সেখানে প্রশাসনের পক্ষ থেকে পুলিশ ও ডিবি মোতায়েন করা হয়েছে।