আজ ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ ইং

সোনাগাজীর কাস্মির বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট আউলেট শাখা উদ্বোধন

 

আজিজুল হক ফেনী সদর প্রতিনিধি :

ফেনীর সোনাগাজীর কাস্মির (সমবায়) বাজারে আজ ১ নভেম্বর রোববার সকাল ১০ ঘটিকায় ইসলামী ব্যাংকের আউটলেট এজেন্ট শাখার উদ্বোধন করা হয়েছে।
মুক্তিযোদ্ধা মো. ইসমাইলের সভাপতিত্বে ও দাসের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতা উল্যাহর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংক সোনাগাজী শাখার ব্যবস্থাপক মিজানুর রহমান ভূঁইয়া।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, ব্যাংকের সিনিয়র কর্মকর্তা মো. বাহার উদ্দিন, সমাজ সেবক আবদুল মোমিন, চরচান্দিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আকবর হোসেন, দারোগার হাট আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক, মাস্টার রফিকুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবী, মোঃ আব্দুল্লাহ আল মামুন, কাশ্মির বাজার জামে মসজিদের খতিব, শেখ ফরিদ,ও জসিম উদ্দিন সহ প্রমূখ।

অনুষ্ঠানে ব্যাংকের সাফল্য ও দেশের কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন কদমতলা মদীনাতুল উলুম নূরীয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা মোহাম্মদ নূরনবী।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ