আজ ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

সাভারে হাজী মোঃ ওমর আলী পালোয়ান স্মৃতি ফুটবল টুনামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

 

উজ্জ্বল হোসাইনঃ নিজস্ব প্রতিবেদক :

মহা ধুমধামে আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে সমাপ্ত হলো রাজাশনের “হাজী মোঃ ওমর আলী পালোয়ান স্মৃতি ফুটবল টুনামেন্ট ২০২০” এর শিরোপা নির্ধারণী ম্যাচ ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান।

১লা নভেম্বর বিকেলে সাভার পৌরসভার রাজাশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বেলুন উড়িয়ে সমাপনী ম্যাচের উদ্বোধন করেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান, মঞ্জুরুল আলম রাজিব।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন মদকের ভয়াল থাবায় দেশের যুব সমাজ যখন ধংসের পথে সেই সময়টিতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চমৎকার একটি সিদ্ধান্ত,
দেশের প্রতিটি এলাকায় এই ধরনের খেলার আয়োজন করা দরকার। দেশের যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহীত করতে পারলেই তারা মাদক থেকে দূরে থাকবে।

সাভার পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হাজী মোঃ মনির হোসেন পালোয়ানের সভাপতিত্বে
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাভার পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর নূরে আলম সিদ্দিক নিউটন,৮নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী সেলিম মিয়া,
পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলী আহম্মেদ পালোয়ান,
সাভার থানা যুবলীগের সাধারণ সম্পাদক নাসির আহমেদ,
৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মারফত আলী মাসুদ,
সাভার উপজেলা ছাত্র লীগের সভাপতি আতিকুর রহমান আতিক সহ আরো অনেকে।

অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন, সাভার পৌর ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান অভি।

টুর্নামেন্টের ট্রফি নির্ধারণ খেলায় রাজাশন লাল দল ১-০ গোলে সবুজ দলকে পরাজিত করে ২০২০ সালের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ।
খেলা শেষ অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরষ্কার তুলে দেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ