আজ ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা অক্টোবর, ২০২৪ ইং

মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারীতে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দঃ) অনুষ্ঠিত

 

মুহাম্মদ আনোয়ার হোসাইন চট্টগ্রাম  :

২ নভেম্বর (সোমবার) ফটিকছড়ি আজিমনগর ভান্ডার শরীফে অবস্থিত মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারীর উদ্যেগে মহান ঈদে মিলাদুন্নবী(দ.) উদযাপিত হয়েছে।
মাদ্রাসা পরিচালনা পর্ষদ, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী ও এলাকাবাসীর যৌথ উদ্দ্যোগে মহান ঈদে মিলাদুন্নবী(দ.) উদযাপন উপলক্ষে বিশাল জশনে জুলুছ এর স্বাগত র‌্যালি মাদ্রাসা ময়দান হতে আরম্ভ হয়ে মাইজভাণ্ডার দরবার শরীফের মাজারসমূহ জেয়ারত ও সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসা হলে এসে জমায়েত হন।
এরপর অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ নুরুল আমিনের সভাপতিত্বে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) স্মারক আলোচনা অনুষ্ঠিত হয়।
সভার প্রারম্ভে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করে অত্র মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্র হাফেজ মুহাম্মদ আব্দুল মান্নান, না’তে রাসুল (দঃ) পরিবেশন করে ৮ম শ্রেণির ছাত্র মুহাম্মদ রেজাউল মনির, মাইজভাণ্ডারী গজল পরিবেশন করে ৯ম শ্রেণির ছাত্র মুহাম্মদ আরমান উদ্দিন।
মাওলানা মুহাম্মদ নাজিম উদ্দীন ও মাওলানা মুহাম্মদ গিয়াস উদ্দীনের যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ ফোরকান উদ্দীন। বক্তব্য রাখেন প্রফেসর শাহজাদা সৈয়দ শফিউল গনি চৌং, মাওলানা মুহাম্মদ নেজাম উদ্দীন তালুকদার, মাওলানা মুহাম্মদ নাজিমুল হক আলকাদেরী, মাওলানা মুহাম্মদ রফিক উদ্দীন, হাফেজ আবুল কালাম, মাওলানা ইলিয়াস খান আল-কাদেরী ও মাওলানা মুহাম্মদ মঈনুদ্দীন, জাহাঙ্গীর আলম খান প্রমুখ।
সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রোসাংগিরী ইউনিয়নের চেয়ারম্যান শোয়েব আল ছালেহীন, নানুপুর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান মুহাম্মদ শফিউল আজম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা আলী আজম হাশেমী, মাওলানা হামিদুল ইসলাম, জনাব ওবাইদুল্লাহ, মাওলানা মুহাম্মদ নুরুল্লাহ সিকদার।
উপস্থিত ছিলেন মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভা-ারীর শিক্ষক মাওলানা মুহাম্মদ হাফিজুর রহমান, মাওলানা বদরুল হক, জনাব শফিউল আজম চৌধুরী , উম্মুল ওয়ারা, মুহাম্মদ শাহজাহান, জনাব মুহাম্মদ সাইফুদ্দিন, মুহাম্মদ নুরুল করিম চৌধুরী, আব্দুর রাজ্জাক, মাওলানা মুহাম্মদ কাইছার উদ্দীন, মাওলানা মুহাম্মদ বেলাল উদ্দীন, রবিউল হোসেন, মাওলানা দিদারুল আলম, মাওলানা জালাল উদ্দিন, জোবাইদুন্নাহার, রাবেয়া সোলতানা, জোবাইদা বেগম, মাওলানা রেজাউল করিম প্রমুখ।
বক্তারা বলেন, বিশ্ব মানবতার কল্যাণেই মহানবী হযরত মুহাম্মদ মোস্তফা (দঃ) এ ধরাদামে শুভাগমন করেছেন। তিনি বিশ্ব মানবতার রহমত, তিনি সৃষ্টি কুলের করুনার আধার, তিনি এ পৃথিবীতে মানব জাতির মুক্তির জন্য তাশরীফ এনেছেন, তাঁর (দঃ) আগমনে সারা বিশ্বে শান্তির নীড় রচনা হয়েছে। তাঁর (দঃ) আদর্শ বর্তমান বিশ্বে প্রতিষ্ঠা করলে অরাজকতাপূর্ণ বিশ্ব আজ শান্তিতে পরিপূর্ণ হত।
পরিশেষে মিলাদ কিয়াম, আখেরী মোনাজাত এবং তাবারুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ