আজ ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

গাঁজা ও ফেনসিডিলসহ বাগেরহাটে মাদক ব্যবসায়ী আটক

খ.ম. নাজাকাত হোসেন সবুজ
বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

বাগেরহাটে গাঁজা ও ফেনসিডিলসহ জাহিদ সরদার (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার ভোরে বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে জাহিদকে আটক করে বাগেরহাট মডেল থানা পুলিশ। পরে তার ঘরে তল্লাসী করে ৪‘শ ৫০ গ্রাম গাঁজা ও ২০ পিস ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক সোমবার বিকেলে জাহিদকে আদালতে সোপর্দ করা হয়েছে। আটক জাহিদ বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া গ্রামের মতলেপ সরদারের ছেলে।

বাগেরহাট মডেল থানার এসআই শফিকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জাহিদের বাড়ি অভিযান চালিয়ে গাঁজা ও ফেনসিডিলসহ তাকে আটক করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগেও মামলা রয়েছে। নিয়মিত মামলা দায়ের পূর্বক তাকে আদালতে সোপর্দ করেছি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ