আজ ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

দেশে শিক্ষার প্রসার ঘটাতে নিরলস কাজ করছেন -এমপি মিলন

খ.ম. নাজাকাত হোসেন সবুজ
বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশে যুগোপযোগী শিক্ষার প্রসার ঘটাতে নিরলস কাজ করছেন। শিক্ষিত জাতি গঠনে তার স্বপ্ন বাস্তবায়নে আমাদের সবার সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। সোমবার দুপুরে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন শরণখোলা আইডিয়াল ইনস্টিটিউটের বহুতল একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

ভবনের ফলক উন্মোচন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় অতিথিদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, শরণখোলা সরকারি কলেজের অধ্যক্ষ নূরুল আলম ফকির, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজমল হোসেন মুক্তা, আওয়ামীলীগ নেতা মোজাম্মেল হোসেন, এম সাইফুল ইসলাম খোকন, আব্দুল হক হায়দার, গোলাম মোস্তফা মধু, মেজবাহ উদ্দিন খোকন, আইডিয়াল ইনস্টিটিউটের অধ্যক্ষ উসমান গণি, ম্যানেজিং কমিটির সদস্য বাবুল দাস, প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন প্রমূখ।

অনুষ্ঠান শেষে এমপি অ্যাডভোকেট মিলন রায়েন্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এছাড়া, তিনি সদ্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা এমএ কাদের হাওলাদারের কবর জিয়ারত করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ