খ.ম. নাজাকাত হোসেন সবুজ
বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
বাগেরহাট জেলার, কচুয়ায় মৎস্য আইন বাস্তবায়নে বিশেষ অভিযান পরিচালনার অংশ হিসাবে দিনব্যাপি অভিযান পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রনব কুমার বিশ্বাস।
এসময়ে অবৈধ মাছ ধরার স্থাপনা অপসারণ, চরপাটা, ভোটা জাল, চাই, বচুনা পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা মৎস্য অফিস।
সোমবার দিনব্যাপি অভিযানে কচুয়া উপজেলার বাধাল ও রাড়িপাড়া ইউনিয়নের ০৭ টি খালের অবৈধ মাছ ধরার স্থাপনা অপসারণ করে ৮৫ টি চরপাটা, ভোটা জাল, চাই, বচুনা ইত্যাদি পুড়িয়ে ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্য ১.৭৫ লক্ষ টাকা।
এ অভিযানে সহকারী মৎস্য কর্মকর্তা বিপুল কৃষ্ণ পালসহ মৎস্য বিভাগের কর্মচারীরা উপস্থিত ছিলেন।