পলাশ পাল বিশেষ প্রতিনিধিঃ
আসন্ন হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগে অন্যান্য নেতাদের পাশাপাশি দুই নেতার শক্ত অবস্থানের কথা জানান দিচ্ছে অনেকভাবেই। দুই নেতার রাজনৈতিক অবস্থানের পাশাপাশি সামাজিক অবস্থানও কম নয়।
অনুসন্ধানে দেখা গেছে জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিমের রাজনৈতিক অবস্থান সুদৃঢ় হওয়ার পাশাপাশি তার রয়েছে ব্যাপক সামাজিক অবস্থান। এদিকে তিনি এগিয়ে। তবে আওয়ামীলীগের নৌকার মনোনয়ন নিয়ে এখনো সংকট কাটেনি।
অন্যদিকে বর্তমান মেয়র মিজানুর রহমান মিজান হবিগঞ্জ পৌর আওয়ামীলীগের হলেও তার অবস্থানও কম নয়৷ রাজনৈতিক অবস্থানের পাশাপাশি সামাজিক অবস্থান সুদৃঢ়। এদিকে তিনি এগিয়ে। বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক সংগঠনের সাথে রয়েছে তার সু সম্পর্ক। বর্তমান মেয়র মিজানুর রহমান মিজান উপ নির্বাচনের মাধ্যমে হবিগঞ্জ পৌরসভার দায়িত্ব গ্রহন করেন। সূত্র জানায় নির্বাচনে নৌকার দৌড়ে তিনিও কম নন।
উপর মহল থেকে নৌকার মনোনয়ন প্রশ্নে দুই নেতাই এগিয়ে। তবে অন্যান্যরাও কম নন।