মোঃ ফিরোজ হোসাইন
নওগাঁ প্রতিনিধিঃ
ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় মহানবীর অবমাননা ও ব্যাঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে আজ নওগাঁর আত্রাইয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা ইমাম মুয়াজ্জিন ও উলামা মাশায়েখ পরিষদ এ কর্মসূচীর আয়োজন করে। এতে ব্যানার ফেস্টুন নিয়ে ইমাম মুয়াজ্জিন, উলামা মাশায়খ ছাড়াও নানা শ্রেণী পেশার জনগন এতে অংশ নেয়।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা ইমাম উলামা পরিষদের সভাপতি আলহাজ্ব মওলানা আমিনুল ইসলাম।
প্রতিবাদ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আত্রাই মদিনাতুল উলুম মাদ্রাসার মহাতামিম মুজাহিদ খাঁন, হাফেজ মওলানা মতিউর রহমান, হাফেজ মওলানা আরিফুল ইসলাম, হাফেজ মওলানা আব্দুর রহমান, হাফেজ মাওলানা শফিকুল ইসলাম, আব্দুস ছালাম প্রমূখ।
এ সময় বক্তারা ফরাসি সব পণ্য বয়কট ও ইসলাম বিদ্বেষী সব চক্রান্তের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকার আহবান জানান।