সিরাজগঞ্জ, প্রতিনিধিঃ
সোমবার সকাল সাড়ে ৭টার দিকে সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশের খালকুলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন রাজশাহীর বাঘা থানার মতিহার গ্রামের ট্রাকচালক জামিউল হোসেন (৪৩) ও নোয়াখালীর চর জব্বার থানার চর মহিউদ্দিন গ্রামের লংভেহিক্যাল চালক আইয়ুব আলী (২৮)।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরন্নবী প্রধান জানান, পাবনার ঈশ্বরদী যাওয়ার পথে খালকুলা এলাকায় একটি মালবাহী লংভেহিক্যালের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী আলুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই উভয় গাড়ির চালক নিহত হন।
তিনি আরও জানান, উদ্ধারের পর ওই দুই চালকের লাশ সিরাজগঞ্জ-হাটিকুমরুল হাইওয়ে থানায় রাখা হয়েছে। নিহতদের পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হবে।