শাহজাদপুর (সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ
সিরাজগঞ্জে শাহজাদপুরে মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে তৌহিদী জনতার উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০টায় শাহজাদপুরে বিক্ষোভ মিছিল বের করে। ফ্রান্সে মহানবী হরযত মুহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গ চিত্র তৈরীর প্রতিবাদে সারা বিশ্বের মুসলমানদের ন্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার থানার ঘাট ব্রিজ থেকে আজ বিক্ষোভ মিছিল বের করে। মিছিলে অএ অঞ্চলের সহস্রাধিক মুসল্লী অংশগ্রহণ করে। বিক্ষোভ মিছিলটি থানার ঘাট ব্রিজ থেকে মনিরামপুর বাজার দ্বারিয়াপুর বাজার এলাকার বিভিন্ন স্থান প্রদিক্ষণ শেষে শাহজাদপুর সরকারি পাইলট হাই স্কুলের মাঠে শেষ হয় ।
এবং সংক্ষিপ্ত সমাবেশ করে। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন , হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব দাঃরাঃ খতিব সাহেব হুজুর। সিনিয়ার ওস্তাদ থানারঘাট মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা শাহজাদপুর। এবং দোয়া পরিচালনা করেন শায়খুল হাদিস মাওলানা আব্দুল আওয়াল সাহেব দাঃরাঃ শায়কুল হাদিস মনিরামপুর মাদ্রাসা শাহজাদপুর সিরাজগঞ্জ প্রমুখ। বক্তাগণ আরো বলেন, সরকারের প্রতি ফ্রান্স সরকারের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ এবং ফ্রান্স এর পণ্য নিষিদ্ধের আহ্বান জানিয়ে বলেন, ফ্রান্স দূতাবাস বন্ধ করে মুসলমানদের কলিজার টুকরো হযরত মুহাম্মদ (সাঃ) এর অবমাননার প্রতিবাদ জানানোর পাশাপাশি বাঙালি মুসলমানদের ঈমানী দাবী ফ্রান্সের সাথে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান। ফ্রান্স সরকার সহ ইসলাম বিরোধীদের হুশিয়ার করে বলেন, প্রয়োজনে মুসলমানরা তাদের নবীর ইজ্জত রক্ষার্থে জীবন দিয়ে দিবে। তবুও নবীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। এজন্য মত ও পথ ভুলে সকল নবী প্রেমি উন্মতদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।