খ.ম. নাজাকাত হোসেন সবুজ
বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
মহানবী হযরত মুহাম্মদকে (স.) নিয়ে কটুক্তি ও ব্যাঙ্গচিত্র প্রদর্শনের সর্বশেষ উৎস্য ফ্রান্সের সকল পন্য বর্জনের দাবিতে বাগেরহাটের মোরেলগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১১টায় কাপুড়িয়াপট্টি এলাকায় ঘন্টাব্যাপি মানববন্ধন শেষে শহরজুড়ে চলে বিক্ষোভ মিছিল। সর্বস্তরের রাসুল(স.) প্রেমী জনতার ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিভিন্ন শ্রেণি-পেশার শতশত লোক এ প্রতিবাদ কর্মসূচিতে অংশ গ্রহন করেন।
মানববন্ধনে ফ্রান্সের সকল পন্য বর্জন ও মহানবীকে(স.) নিয়ে ব্যাঙ্গচিত্র প্রদর্শনকারিদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বক্তৃতা করেন উপজেলা ঈমাম সমিতির সভাপতি হাফেজ মতিউর রহমান, যুবলীগ নেতা অ্যাড. তাজিনুর রহমান ও হামিম রবিউল ইসলাম।