আজ ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ ইং

ডিবি পুলিশের অভিযানে ১০ ডাকাত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

 

ঢাকার সাভারের হেমায়েতপুরে ডাকাতি প্রস্ততিকালে দেশীয় অস্ত্রসহ ১০ ডাকাতকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (০৫ মার্চ) বেলা ১১ টার দিকে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) মোহাম্মদ আবুল বাসার জানান গোপন সংবাদের ভিত্তিতে তাদের কে গ্রেপ্তার করা হয়।

বুধবার (৪ মার্চ) দিবাগত রাত ১টাক দিকে সাভারের হেমায়েতপুরের হিরুলিয়া তালতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ডাকাতরা হলো- কেরানীগঞ্জ থানার তারানগড় ইউনিয়নের কলমাচর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে আবুল হোসেন (৩০), একই থানা গ্রামের মালেকের ছেলে মো: মহিউদ্দিন (৪৫), জামালপুর জেলা সদরের গবরগাইল গ্রামের জব্বার আলীর ছেলে রাজু (৩০), মাদারীপুর জেলার সিবচর থানার কাঠালবাড়ী ইউনিয়নের বয়াতিকান্দি গ্রামের বিশা মাদবরের ছেলে মো: জালাল মাদবর (৫০), একই জেলা থানার আলী বেপারপী গ্রামের জুয়েল হাওলাদারের ছেলে সুরুজ (৩৫), মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার নিমতলা ইউনিয়নের সেকেন্দার ফকিরের ছেলে আবুল হোসেন ফকির (৪০), মাদারিপুর জেলা সিবচর থানার সিকদার বাড়ি ইউনিয়নের সোবাহান সিকদারের ছেলে রাসেল সিকদার (২৮), ঢাকা জেলার আশুলিয়া থানার আনারকলি বস্তির আফসার আলীর ছেলে আমজাদ হোসেন (৪৫), মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার দশবাড়ি গ্রামের বুদ্দু চন্দ্র মনি দাসের ছেলে পাগল চন্দ্র মনি দাস (৪৫), একই জেলার ঘিওর থানার চর ঘিওর গ্রামের তালেব মল্লিকের ছেলে আইয়ুব আলী (৪৪)।

ডিবি পুলিশের( ওসি) মোহাম্মদ আবুল বাসার বলেন গতকাল রাতে সাভারের হেমায়েতপুরের হিরুলিয়া তালতলা এলাকায় একদল ডাকাত একটি নীল কাভার্ডভ্যান নিয়ে ডাকাতির উদ্দ্যেশে অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ঘটনা স্থলে গিয়ে ১০ জনকে দেশীয় অস্ত্র ও কাভ্যানসহ গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, প্রাথমিকভাবে আসামীদের জিজ্ঞাসাবাদে ঢাকা জেলাসহ বিভিন্ন স্থানে গৃহ ডাকাতি রাস্তা ঘাটে ডাকাতির কথা স্বীকার করে। এছাড়া কাভার্ডভ্যান ব্যবহার করে নিরিহ মানুষের গরু চুরি করতো। আসামীরা পেশাদার আন্ত জেলার ডাকাত দলের সদস্য। আসামীদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হাসান সরদার বলেন তার নির্দেশে ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে ডাকাত দলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হাসান সরদার দায়িত্ব নেওয়ার পর হতেই চুরি ডাকাতি, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চলছে বলেও জানান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ