আজ ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

নওগাঁর আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে এক মহিলার মৃত্যু

 

মোঃ ফিরোজ হোসাইন
নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে এক মহিলা মৃত্যু হয়েছে। নিহত রাহেলা বেগম (৪৫) সাহাগোলা ইউনিয়নের কয়সা গ্রামের কায়েম উদ্দিন মেয়ে।
ঘটনা ঘটেছে সকাল ৯টার সময় সাহাগোলা স্টেশনের দক্ষিণে সিগ্ন্যাল পোস্টের পাশে।

স্থানীয় ও আত্রাই থানা সূত্রে জানা যায়, সকাল পৌঁনে ৯টার দিকে রাজশাহী হতে চিলাহাটি গামী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস সাগাগোলা স্টেশনের দক্ষিন সিগ্ন্যাল পোস্ট অতিক্রম করার সময় আত্নহত্যার উদ্দেশ্যে ট্রেনের নিচে ঝাপ দেয়। এতে তার ২পা কেটে গেলে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া পথে রাহেলার মৃত্যু হয়।

এব্যপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে মামলা রুজু হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ