রাব্বী হোসাইন , পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলায় রবিবার ১লা নভেম্বর সারা দেশের ন্যায় ‘‘মুজিব বর্ষের আহ্বান, যুব কর্মসংস্থা’’ প্রতিপাদ্য নিয়ে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উদ্যাপন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিটন সরকারের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফফার, বিশেষ অতিথি ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ ও মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা। থানার অফিসার ইনচার্জ পরিমল কুমার চক্রবর্তী বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার সাইদুর রহমান, যুব অফিসার আলম আলী, স্থানীয় সাংবাদিক ও অন্যান্য অফিস কর্মকর্তা বৃন্দ। আলোচনা সভার পর ২৯জন যুব ও যুব মহিলার মধ্যে ১৩ লক্ষ ১০ হাজার টাকা ঋণের চেক প্রদান করা হয়।