আজ ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

গোদাগাড়ীতে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস২০২০ উপলক্ষে আলোচনা সভা, প্রশিক্ষণ সনদ ও যুব ঋণের চেক বিতরণ

 

গোদাগাড়ী (রাজশাহী)উপজেলা প্রতিনিধিঃ

রাজশাহীর গোদাগাড়ীতে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়নের আয়োজনে”মুজিববর্ষের আহ্বান যুব কর্মসংস্থান”স্লোগানে জাতীয় যুব দিবস ২০২০ উপলক্ষে আলোচনা সভা, প্রশিক্ষণ সনদ ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে (০১ নভেম্বর রবিবার) সকাল সাড়ে ১১ টার দিয়ে উপজেলা অডিটোরিয়ামে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।
এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (গোদাগাড়ী-তানোর-১) আসনের এমপি আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।
সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, ভাইস-চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ সুফিয়া খাতুন মিলি, উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত)সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশিদ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম কাউসার মাসুম, পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব অয়েজ উদ্দিন বিশ্বাস, পৌর যুবলীগের সভাপতি অধ্যাপক মোঃ আকবর আলি, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন, যুব উন্নয়ন কর্মকর্তা আশিকুর রহমান আশিক, মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ শারমিন শাপলা,প্রানী সম্পদ কর্মকর্তা সুব্রত কুমার সরকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মতিয়ার রহমান, গোদাগাড়ী প্রেস ক্লাবের সভাপতি এবিএম কামরুজ্জামান বকুল, গোদাগাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ আলমগীর কবির তোতা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীসহ আরো অনেক এই সময় উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী যুবদের উদ্দেশ্য বলেন, সরকার যুবদেরকে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে প্রশিক্ষণ শেষে ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করেছেন যা থেকে যুবসমাজ নিজের কর্মসংস্থান নিজেই করতে পারেন এবং যে ঋণ প্রদান করা হচ্ছে সেটা যেনো সঠিক ব্যবহার করা হয় সেদিকে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ