মুন্সীগঞ্জ প্রতিনিধি :
মুজিব বর্ষের আহবান,যুব কর্মসংস্থান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদিখানে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস-২০২০ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ১ নভেম্বর সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ এলাকা থেকে র্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আহমেদ সাব্বির সাজ্জাদ এর সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ডলি রানী নাগের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা যুধিষ্ঠির রঞ্জন পাল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তা মোহসিনা জাহান তোরণ, উপজেলা সাব-রেজিস্টার রজ্জব আলী, উপজেলা মসজিদের ইমাম মাওলানা সোয়াইব হোসাইন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।