আজ ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা অক্টোবর, ২০২৪ ইং

মহানবী (সাঃ)-কে অবমাননার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ সমাবেশ 

মুন্সীগঞ্জ প্রতিনিধি :

ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-কে কটাক্ষ করে ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে । রবিবার ০১ নভেম্বর সকাল সাড়ে ১০ টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের বালুচর বাজারের চৌরাস্তায় আল-ইহসান নাগরিক সেবা ফাউন্ডেশনের আয়োজনে বিক্ষোভ সমাবেশে বালুচর ইউনিয়ন ও আশেপাশের ইউনিয়ন থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মূসল্লী অংশ গ্রহণ করে। খাসমহল বালুচর চৌরাস্তা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে রাজনগর কুতবদ্দিন মার্কেট মোড়ে নতুন ভাষানচর ব্রিজে গিয়ে শেষ হয়।

এরে আল-ইহসান নাগরিক সেবা ফাউন্ডেশনের সভাপতি মাওলানা জয়নাল আবদীনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখানে ,আল-ইহসান নাগরিক সেবা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মুফতি শাহজালাল ভাষানী,মুফতি রুহুল আমিন, মুফতি জহির কাসিমী, মাওলানা বজলুল রহমান, মুফতি হাবিবুর রহমান কালিনগরী, মাওলানা মাতলুবুর রহমান, মুফতি রাসেদুর রহমান প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ফ্রান্স আমাদের বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করায় বিশ্বের শত কোটি মুসলমানের অন্তরে আঘাত লেগেছে। আমরা প্রত্যেক মুমিন মুসলমান তাদের জান-মাল, সন্তান, পিতা-মাতা থেকে বিশ্ব নবী হযরত মোহাম্মদ (সাঃ)কে বেশী ভালোবাসি।  এই সমাবেশের মাধ্যমে দাবি জানাচ্ছি যে, অনতি বিলম্বে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র সরিয়ে ফ্রান্সের প্রেসিডেন্টকে সকল মুসলমানের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। সমাবেশে ফ্রান্সের সকল পন্য বর্জনের আহবান জানানো হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ