নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহীর গোদাগাড়ীতে মহানন্দা বাসের ধাক্কায় এক আদিবাসী নারী নিহত হয়েছেন । ঘটনাটি আজ দুপুর ১২ টার দিকে সংঘটিত হয় বলে জানা যায়।
নিহত ব্যক্তি ৬ নম্বর মাটিকাটা ইউনিয়নের চোদুয়ার গ্রামের আমির চাঁদের স্ত্রী সজো বালা (৪৮) । গোদাগাড়ী মডেল থানার পুলিশের অফিসার ইনচার্জ মোঃ খাইরুল ইসলাম বলেন, নিহত নারী ছেলের বউকে আনতে বাসুদেবপুর ইউনিয়নের চকপাড়া যাচ্ছিলেন । গোদাগাড়ীতে রাস্তা পারাপারের সময় রাজশাহী হতে চাপাই নবাবগঞ্জগামী মহানন্দা বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যায়।
ঘটনাস্থলে পুলিশ গিয়ে গাড়িটিকে আটক করে থানায় নিয়ে আসে এবং পরবর্তী ব্যবস্থা গ্রহণে কার্যক্রম চলছে।