আজ ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে শেষ হল বৌঃছাঃমৈ কক্সবাজার সিটি কলেজের প্রবারণা উদযাপন

 

সাজন বড়ুয়া সাজু,  উখিয়া প্রতিনিধি :

নানান বর্ণিল, আলোকসজ্জা ও আনন্দময় মুহূর্ত কে ঘিরে উদযাপন হল বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা।
প্রতিবছরের ন্যায় বৌদ্ধ ছাত্র মৈত্রী কক্সবাজার সিটি কলেজ শাখার উদ্যোগে আয়োজিত কক্সবাজার মাহসিংদ্রৌগী বৌদ্ধ বিহারের প্রাঙ্গণে অংমাঙ্গলো জাদিতে এই উৎসব পালিত হয়,
গত ৩০ ও ৩১ শে অক্টোবর টানা দুইদিনব্যাপী এই অনুষ্ঠান উদযাপন করে সকল বৌদ্ধধর্মাবলম্বীরা।কক্সবাজার সিটি কলেজ প্যান্ডেলে অত্র কলেজের গভর্নিং বডির সভাপতি শ্রদ্ধেয় এথিং রাখাইন ও অধ্যক্ষ ক্যা থিং অং,গভর্নিং বডির বিদ্যুসাহী সদস্য ইঞ্জিনিয়ার বদিউল আলম,সহকারী অধ্যাপিকা মনিকা বড়ুয়া,প্রভাষক এছেন রাখাইন,ও দিদারুল ইসলাম,প্রভাষক জমির জামি, বিভূতিভূষণ রায়সহ কলেজে অনেক স্যার এবং স্টুডেন্ট উপস্থিত ছিল।

উক্ত পূণ্যময় অনুষ্ঠানে মাহসিংদ্রোগী প্রাঙ্গণে বাঙালী ও রাখাইন সম্প্রদায়ের সকল বৌদ্ধধর্মাবলম্বী মিলে এই অনুষ্ঠান আয়োজন করে।অনুষ্ঠান প্রাঙ্গণে বৌদ্ধ ছাত্র মৈত্রী কক্সবাজার সিটি কলেজ,কক্সবাজার সরকারী কলেজ,রাখাইন বুড্ডিস্ট স্টুডেন্ট এসোসিয়েশন থেকে শুরু করে প্রায় ১৫ টি আলোকসজ্জা বিশিষ্ট বুদ্ধের আসন বানিয়ে প্যান্ডেল বানানো হয়।উক্ত প্যান্ডেলে সকল বৌদ্ধধর্মাবলম্বীরা বিভিন্ন পূজা আর্চনা ও মোমবাতি প্রজ্জলন করে পূণ্যময় দিন যাপন করে।
আশ্বিনী মাসে এই প্রবারণার অনুষ্ঠান হয় বলে প্রবারণা পূর্ণিমারকে আশ্বিনী পূর্ণিমা ও বলা হয়।
এই প্রবারণা পূর্ণিমার প্রধান আকর্ষণ হল ফানুস উড়ানো,কক্সবাজার সিটি কলেজের গভর্নিং বডির সভাপতি এথিন রাখাইন ও অধ্যক্ষ ক্যা থিং অং এই ফানুস উড়ানো উদ্ভোধন করেন..

এইদিনে বৌদ্ধধর্মাবলম্বীরা ফানুস উড়িয়ে থাকে যার ঐতিহাসিক স্মৃতিময় কারন আছে

কথিত আছে একসময় ভগবান বৌদ্ধ মাতাকে দুঃখমুক্তি দানের মানসে তাবসিংস স্বর্গে গমন করেন করেন।সেখানে ৩মাসব্যাপী অভিধর্ম পিটক সূত্রের (চিত্ত চৈতসিক সম্পর্কে বিশদ ব্যাখ্যা) দেশনা করে মাতাকে মুক্তিমার্গ দান করেছিলেন। সাথে অসংখ্য দেব,ব্রম্মা ও ধর্মচক্ষু লাভ করেছিলেন।অঃতপর বর্সবাস শেষে মর্ত্যলোকে অবতরণ করেছিলেন আর সেদিন ছিল শুভ প্রবারণা পূর্ণিমা।

,কারন হচ্ছে আছে ভগবান বু্দ্ধ একসময় রাজ প্রসাদ ছেড়ে মুক্তির পথ খোঁজে বের হয়ে পড়েছিলেন,তারপর মোহনা নদীর তীরে অবস্থান নেয়। সেসময়ে ভগবান বু্দ্ধ বুদ্ধত্বলাভের উদ্দেশ্যে কঠোর সাধনা শুরু করেন এবং একসময় নিজের চুল কর্তন করে আকাশের দিকে উড়িয়ে দেন এবং মনস্থির করেন যদি আমি সমস্ত দুঃখ মুক্তির লাভ করে বুদ্ধত্ব লাভ করতে পারি তাহলে আমার চুল উপরে উঠে যাবে আর যদি ব্যার্থ হয় তাহলে নিচে নেমে যাবে।তখন সেই চুল আকাশে উড়িয়ে দিলে তাবতিংস্ব স্বর্গের দেবতারা এসে নিয়ে যায় এবং সেখানে সেখানে পবিত্র কেশধাতু হিসেবে সংরক্ষণ করে রাখে করে রাখে।এই কেশধাতু কে উদ্দেশ্য করে মূলত এই প্রবারণার ফানুস আকাশে উড়ানো হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ