আজ ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ ইং

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এক বাংলাদেশী যুবককে আটক করেছে

 

আরিফুল ইসলাম জয়
কুড়িগ্রাম ভূরুঙ্গামারী প্রতিনিধি :

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এক বাংলাদেশী যুবককে আটক করেছে। আটককৃত যুবকের নাম শিপন মিয়া (২৮)। সে উপজেলার পাথরডুবী ইউনিয়ন এর বাঁশজানী গ্রামের আব্দুল করিমের পুত্র। ১ নভেম্বর রোববার সকালে উপজেলা পাথরডুবি ইউনিয়নের বাঁশজানী সীমান্তে এ আটকের ঘটনা ঘটে।

ইউপি সদস্য এরফান আলী জানান, শিপন মিয়া ভারতের দীঘলটারী সীমান্তে অনুপ্রবেশ করলে দীঘলটারী বিএসএফ ক্যাম্পের টহল দল তাকে আটক করে নিয়ে যায়। ধৃত শিপন পেশায় একজন অটো চালক।

কুড়িগ্রাম বিজিবি‘র অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ জামাল হোসেন জানান, শিপনকে মাদকসহ ভারতের অভ্যন্তর থেকে বিএসএফ আটক করেছে বলে তারা জানতে পেরেছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ