আজ ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা অক্টোবর, ২০২৪ ইং

হাটহাজারী কিংবদন্তির ১ম পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন

 

আনোয়ার হোসাইন উজ্জ্বল চট্টগ্রাম  :

নেই কোন ভেদাভেদ, নেই কোন প্রতিদ্বন্ধী আমরাই বন্ধু, আমরাই কিংবদন্তি।” এই শ্লোগানে “হাটহাজারী কিংবদন্তি” নামক অনলাইন ভিত্তিক সংগঠন এসএসসি ২০০০ ব্যাচের বন্ধুদের নিয়ে গত ৩১ অক্টোবর সংগঠনের যাত্রা শুরু হয়।

গত ৩২ অক্টোবর শনিবার হাটহাজারীর একটি কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই উপলক্ষে সকালে খতমে কুরআন, বর্ণাঢ্য র‌্যালি, স্মৃতিচারণ, প্রীতিভোজ, এতিম ও পথ শিশুদের জন্য খাবারের আয়োজন, শিক্ষা সামগ্রী বিতরণ, অসুস্থ অসহায় বন্ধুদের আর্থিক সহায়তা এবং মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হাটহাজারী উপজেলায় অবস্থিত বিভিন্ন স্কুলের এসএসসি ২০০০ ব্যাচের প্রায় দুইশ জন বন্ধু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এদের মধ্যে ডাক্তার, ইন্জিনিয়ার, উকিল, সাংবাদিক, প্রবাসী, শিক্ষক, ব্যবসায়ী সহ নানান পেশার বন্ধুরা মিলিত হয়।
আমরাই কিংবদন্তি কেন্দ্রীয় সংগঠনের মডরেটর জনাব ফজলে রাব্বী বলেন, আমাদের সংগঠনের মুল উদ্দেশ্য বন্ধুদের একত্রিত করে নিজেদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করে সামাজিক কর্মকান্ড ও সামাজিক উন্নয়নে ভুমিকা রাখা।
দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে কোরআন খতম, দোয়া মাহফিল, এতিমদের একবেলা খাওয়ানো, গরীব মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরন,একজন অসুস্থ বন্ধুকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে একটি সুন্দর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উল্লেখ্য যে, ১৫ নভেম্বর ২০১৭ সনে যাত্রা শুরু করে আমরাই কিংবদন্তী গ্রুপ। পক্ষান্তরে মূল গ্রুপের সহযোগী হিসেবে ২০১৮ সনের ২৮ সেপ্টেম্বর চট্টগ্রামের বন্ধুরা ‘আমরা চট্টলার কিংবদন্তী’ হিসেবে সংগঠিত হয়।

এই গ্রুপটি এর আগেও সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন সামাজিক কাজে নিজেদের নিয়োজিত রেখে আসছে; তারমধ্যে অন্যতম হচ্ছে দেশ জুড়ে পরিচ্ছন্নতা ও জনসচেতনতা অভিযান, প্রতিবন্ধী শিশুদের সহায়তা কার্যক্রম, ফ্রি হেলথ ক্যাম্প, অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র, নিত্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ ও খাবার বিতরণ, বৃদ্ধাশ্রমে চিকিৎসা ও খাবার সরবরাহ এবং রক্তদান কর্মসূচীসহ বিবিধ কার্যক্রম।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ