নুপুর কুমার রায় :
পাবনার সাঁথিয়ায় আরিআল নদীতে (৩০ অক্টোবর) নিখোঁজ শিক্ষাথীর মৃতদেহ বেড়া ফায়ার সার্ভিস ও রাজশাহী বিভাগীয় ফায়ার সার্ভিসের ডুবুরী দল এলাকাবাসীর সহযোগীতায় দুই দফা অভিযান পরিচালনা করে দুই দিন পর উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূতে জানা যায় ৩০ অক্টোবর সকাল ১০ টায় খেলার সহপাঠীদের সাথে গোসল করতে নামে পাঠগাড়ী গ্রামের ইউনুস ফকিরের মেয়ে বর্ষা (১০)
৮ নং পাঠগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির মেধাবী শিক্ষাথী।
তার মৃত্যতে এলাকায় শোকের ছায়া নেমেছে।
উদ্ধার শেষে বেড়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত অফিসার আব্দুল আওয়াল এক প্রশ্নের জবাবে জানান উদ্ধার সরঞ্জাম ও জেলা পর্যায়ে ডুবুরি দল না থাকায় দীর্ঘ সময় ব্যায় করতে হয়েছে।