আজ ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ ইং

শাহজাদপুরে প্রতিবন্ধী বিষয়ক আলোচনা সভা ও সহযোগিতা প্রদান

 

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) শিশু ও অভিভাবকদের প্রত্যাশা এবং সমাজের করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হলো। আজ রবিবার উপজেলা পরিষদের শহিদ স্মৃতি মিলনায়তনে সামাজিক সংগঠন “প্রেরণা” কর্তৃক আয়োজিত এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রবিবার দুপুর ১২টায় আলোচনা সভায় বক্তারা সমাজের অবহেলিত জনগোষ্ঠী বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিবন্ধী শিশুদের সহযোগিতায় সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। এসময় প্রত্যেক বক্তাই সংগঠন “প্রেরণার” এই উদ্যোগ কে সাধুবাদ জানান এবং তাদের কার্যক্রমের সাথে একাত্মতা ঘোষণা করেন। আলোচনা সভা শেষে বেশকিছু বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) শিশুর মাঝে আর্থিক সহযোগিতা ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।

মোঃ হানিফ পারভেজ এর সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোঃ শামছুল হক (সংগঠক ও সভাপতি, প্রেরণা)। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ সামসুজ্জোহা।

এছাড়াও আরও অতিথিরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন মোঃ লিয়াকত আলী (উপজেলা ভাইস চেয়ারম্যান), মাহবুবুর রহমান মিলন (সহকারী অধ্যাপক, শাহজাদপুর সরকারি কলেজ), দেবাশীষ কুমার ঘোষ (উপজেলা সমাজসেবা কর্মকর্তা), রবিন আকন্দ (সাধারণ সম্পাদক, উপজেলা বণিক সমিতি), ডা. সানজিদা মনসুর সুবর্ণা (প্যারালাইসিস ও প্রতিবন্ধী বিশেষজ্ঞ) প্রমূখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ