আজ ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নিখোঁজের ৪ দিন পর নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

 

আরিফুল ইসলাম জয়
কুড়িগ্রাম ভূরুঙ্গামারী প্রতিনিধি :

কুড়িগ্রাম এর ভূরুঙ্গামারী তে ৪ দিন নিখোঁজ থাকার পর এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। ৩১ অক্টোবর শনিবার সকালে পাইকেরছড়া ইউনিয়ন এর পাইকডাঙ্গার দুধকুমার নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, উপজলোর ভূরুঙ্গামারী ইউনিয়নের নলেয়া গ্রামের মৃত জসীম উদ্দিনের ছেলে জামাল উদ্দিন (৬৫), মাংস ব্যবসায়ী, গত ২৭ অক্টোবর মঙ্গলবার রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায় নি। পরে শনিবার সকালে উপজলোর পাইকডাঙ্গার দুধকুমার নদীতে এক বৃদ্ধের লাশ ভেসে থাকতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে স্বজনরা তার লাশ সনাক্ত করেন।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মু. আতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পবিরারের পক্ষ থেকে জানানো হয়েছে জামাল উদ্দিন মানুষিক ভারসাম্যহীন ছিলেন এবং এ ব্যাপারে তাদের কোনো অভিযোগ নেই। পরে ওই পরিবারের আবেদনের ভিত্তিতে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। লাশ তাদের কাছে হস্তান্তর করে দাফনের অনুমতি দেয়া হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ