আজ ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

২৯কেজি গাজা সহ আটক-২

খ.ম. নাজাকাত হোসেন সবুজ
বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

বাগেরহাট জেলার, ফকিরহাটে মহাসড়কে চেকপোষ্ট বসিয়ে ২৯কেজি গাজা সহ বহনকৃত ট্রাকের চালক ও হেলপারকে আটক করেছেন র‌্যাব-৬ এর একটি দল। গোপন সংবাদের উপর ভিত্তি করে শুক্রবার আনুমানিক রাত ৯টার দিকে ঢাকা হতে বাগেরহাট গামী মহাসড়কের মূলঘর এলাকায় চেকপোষ্ট বসিয়ে তাদেরকে আটক করে।

আটককৃতরা হলো দিনাজপুরের কোতয়ালী থানার দিঘন এলাকার ফজলুর রহমান শাহার পুত্র ট্রাক চালক মোঃ কামরুজ্জামান শাহা (৪৩) ও পিরোজপুর জেলার মঠবাড়িয়ার ছোট শৌলা এলাকার মোঃ বাবুল তহসিলদারের পুত্র হেলপার রবিউল ইসলাম বায়েজিত (২০)। ট্রাক তল্লাশী করে ২৯কেজি গাজা উদ্ধার করে। ট্রাকটি জব্দ করেছে। এ ব্যাপারে পুলিশ পরিদর্শক ডিএডি মোঃ আঃ মতিন নিজবাদী হয়ে ফকিরহাট মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ