আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

তাহিরপুরে পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

 

তানভীর আহমেদ
বিশেষ প্রতিনিধিঃ

মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার” মুজিববর্ষের মূলমন্ত্র – কমিউনিটি পুলিশিং সর্বত্র ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের তাহিরপুর থানায় কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে।

আজ শনিবার দুপুর ১২ টায় দিবসটি উপলক্ষে তাহিরপুর থানা পুলিশের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল লতিফ তরফদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সুনামগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব আবুল হোসেন খাঁন।

তাহিরপুর থানার এস আই দীপঙ্কর বিশ্বাস এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, বালিজুরি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মিলন তালুকদার, উপজেলা যুবলীগ নেতা আবুল কাশেম, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক তানসেন তালুকদার তুষার, সাংবাদিক রাজন চন্দ প্রমুখ।

উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে আবুল হোসেন খাঁন বলেন, তাহিরপুর উপজেলার বিভিন্ন অপরাধমুলক কর্মকাণ্ড সহ ধর্ষণ, বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদক নির্মুলে পুলিশকে আমরা সহযোগিতা করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সহযোগিতা করব।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ