আজ ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

ধামরাইয়ে কমিউনিটি পুলিশিং ডে-২০২০ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

রনজিত কুমার পাল (বাবু)
নিজস্ব প্রতিবেদক :

মুজিব বর্ষের মূলমন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র” মূল প্রতিপাদ্য করে “৩১অক্টোবর কমিউনিটি পুলিশিং ডে ২০২০” ধামরাই থানা পুলিশ কর্তৃক আয়োজিত ধামরাই মুন্নু কমিউনিটি সেন্টারে আজ শনিবার (৩১শে অক্টোবর) সকাল ১১টায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা -২০ ধামরাই আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য, ঢাকা জেলা আওয়ামী লীগ ও বায়রা’র সভাপতি জননেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এমপি

সভাপতিত্ব করেন ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ মারুফ হোসেন সরদার বিপিএম (বার) পিপিএম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই পৌরসভার সফল মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম কবির মোল্লা ,ঢাকা জেলা উত্তর এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাইদুর রহমান, ধামরাই উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি, বেসরকারি উন্নয়ন সংস্থা সজাগ এর পরিচালক আব্দুল মতিন ,ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী শওকত হোসেন শাহীন, ধামরাই উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অ্যডভোকেট সোহানা জেসমিন মুক্তা আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ পৌরসভার কাউন্সিলর ও রাজনৈতিক নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ধামরাই থানার সূযোগ্য অফিসার ইনচার্জ (ওসি) শ্রী দীপক চন্দ্র সাহা।

অনুষ্ঠানে মানব সেবায় অবদানের জন্য ধামরাই উপজেলা কমিউনিটি পুলিশিং ডে – ২০২০ এর সমাজ সেবায় বিশেষ অবদান রাখার জন্য সোমভাগ ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান ও ধামরাই উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মোঃ আজাহার আলী কে পুলিশিং সেবা দানে ঢাকা জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে ক্রেস্ট ও সনদ তুলে দেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এমপি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ