আজ ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই সেপ্টেম্বর, ২০২৪ ইং

শাসক নয় সেবক হয়ে কাজ করতে চাই

 

মোঃ হৃদয় হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরে রায়পুরে কমিউনিটি পুলিশিং-ডে অনুষ্ঠিত মুজিববর্ষের মূলমন্ত্র-কমিউনিটি পুলিশিং সর্বত্র এ প্রতিপাদ্য বিষয়কে সামনে লক্ষ্মীপুর রায়পুরে কমিউনিটি পুলিশিং-ডে-২০২০ইং অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সকালে রায়পুর থানা প্রাঙ্গণে কোরআন তেলাওয়াত, কেক কাটা-আলোচনা-সভার ও পুরষ্কার বিতরণের মধ্যে দিয়ে দিবস টি উদযাপন করা হয়।

রায়পুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবদুল জলিলের সভাপতিত্বে ও রায়পুর পৌর কমিউনিটি পুলিশিং কমিটির আহবায়ক কাজী জামসেদ কবীর বাক্কিবিল্লাহর সঞ্চলনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার(সদর) লক্ষ্মীপুর মংনেথোয়াই মারমা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিন চৌধুরী, সহকারী কমিশনার(ভূমি) আক্তার জাহান সাথী,
রায়পুর পৌরসভার মেয়র আলহাজ্ব ইসমাইল খোকন, রায়পুর উপজেলা পরিবার পরিকল্পনার পক্ষে প্রতিনিধিত্ব করেন ডাঃ তন্ময় কুমার পাল সহ প্রমুখ।

বক্তরা বলেন, সামাজিক সকল অপশক্তির বিরুদ্ধে পুলিশ-বাহিনীর পাশা-পাশি সাহসী ভূমিকা রেখে কাজ করে যাচ্ছেন কমিউনিটি পুলিশ ও গ্রাম পুলিশ সদস্যরা। বক্তরা আরো বলেন, ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে সমাজ থেকে সকল অবিচার দূর হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ