আজ ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা অক্টোবর, ২০২৪ ইং

আশুলিয়ায় কমিউনিটি পুলিশিং ডে-২০২০ পালিত

 

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা শিল্প পুলিশের-১ এর উদ্যোগে নানা আয়োজনে পালিত হল কমিউনিটি পুলিশিং ডে – ২০২০।

সকালে আশুলিয়ার শ্রীপুরে শিল্প পুলিশ – ১ এর নিজ কার্যালয়ে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্ভোধন করেন প্রধান অতিথি ডিআইজি মাহবুবুর রহমান।

এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথিসহ বক্তব্য রাখেন বিজিএমইএ পরিচালক নজরুল ইসলাম , শিল্প পুলিশ-১ পুলিশ সুপার ছানা শামীনুর রহমান, বিভিন্ন শিল্প কারখানার মালিক, শ্রমিক নেতা ও স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কমিউনিটি পুলিশিং ডে ২০২০ উপলক্ষে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য ও শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসারদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ডিআইজি মাহবুবুর রহমান ও শিল্প পুলিশ- ১ এর পুলিশ সুপার সানা সামীমুর রহমান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ