পলাশ পাল বিশেষ প্রতিনিধিঃ
দেশব্যাপী কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত হয়েছে। এবারে দিবসটির প্রতিপাদ্য- ‘মুজিববর্ষের মূলমন্ত্র, কমিউনিটি পুলিশিং সর্বত্র’। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব এবং ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ পৃথক বাণী দিয়েছেন।
দেশব্যাপী কমিউনিটি পুলিশিংয়ের কার্যক্রম শুরু হওয়ার পাঁচ বছরের মধ্যে ৬০ হাজার ৯৮১টি কমিটির মাধ্যমে ১১ লাখ ১৭ হাজার ৮০ জন কমিউনিটি পুলিশিং সদস্য পুলিশের সঙ্গে একযোগে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করে অপরাধ নিয়ন্ত্রণ ও বিভিন্ন সামাজিক সমস্যার সমাধানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। আগামীতেও নারী নির্যাতন, জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনের পাশাপাশি সাইবার অপরাধ নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধিতে কমিউনিটি পুলিশিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
হবিগঞ্জের মাধবপুরে উপজেলা পুলিশিং কমিটির আয়োজনে সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা শেষে মাধবপুর থানা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কমিউনিটি পুলিশিং এর আহবায়ক শাহ মোঃ মুসলিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন।
বক্তব্য রাখেন কমিউনিটি পুলিশিং এর সদস্য সচিব আলহাজ্ব আতিকুর রহমান, অফিসার ইনচার্জ ইকবাল হোসেন, চেয়ারম্যান ফারুখ পাঠান, আরিফুর রহমান,বীর মুক্তিযোদ্ধা সুকোমল রায়, প্রেসক্লাব সেক্রেটারি সাব্বির হাসান,তোফায়েল হোসেন চৌধুরী অপু,নাসির খান,,পৌর কাউন্সিলর বাবুল হোসেন খান,সাংবাদিক আইয়ুব খান প্রমুখ।