নওগাঁ প্রতিনিধিঃ
রূপসী নওগাঁ, নওগাঁ ব্লাড সার্কেল ও ব্লাড ডোনেশন ক্লাব বগুড়ার সার্বিক সহযোগিতায় নওগাঁর আত্রাইয়ে দিনব্যাপী ফ্রী ডেন্টাল চেকআপ, ব্লাড গ্রুপিং এবং ডায়াবেটিকস চেকআপ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০.০০ ঘটিকা হতে আত্রাই উপজেলার শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
শিমুলিয়া যুব সমাজ অধিকারের আয়োজনে সাব্বীর রহমান ইমনের সভাপতিত্বে শিমুলিয়া গ্রামের ইউপি সদস্য উজ্জ্বল মন্ডল সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
রূপসী নওগাঁ পরিচালক ও নওগাঁ ব্লাড সার্কেল এর স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডেন্টিস্ট খালেদ বিন ফিরোজ জানায়, রূপসী নওগাঁ একটি সেচ্ছাসেবী সংগঠন। এরই ধারাবাহিকতায় আমাদের আজকের আয়োজন। করোনা ভাইরাস মোকাবেলায় দেশের সমগ্র শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান সমূহ চালু হলে আমরা ধারাবাহিকভাবে নওগাঁ জেলার প্রতিটি উপজেলায় স্কুল ভিত্তিক দিনব্যাপী ফ্রী মেডিকেল ও ডেন্টাল চেকআপের পাশাপাশি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন পরিচালনা করব ইনশাআল্লাহ।
ব্লাড সার্কেল নওগাঁ এর সভাপতি আবু ইউসুফ জানায় নওগাঁ ব্লাড সার্কেল এর পক্ষ হতে এটি ৪র্থ ক্যাম্পিং আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা প্রত্যেকটি থানায় একটি করে ক্যাম্পেইন করা।