মতিউর রহমান, পিরোজপুরঃ
পিরোজপুরের কাউখালীতে কমিউনিটি পুলিশিং ডে-২০২০ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩১ অক্টোবর, শনিবার কাউখালী থানা পুলিশের আয়োজনে থানা প্রাঙ্গনে ‘‘মুজিব বর্ষের মূলমন্ত্র, কমিউনিটি পুলিশিং সর্বত্র’’ এই শ্লোগানকে সামনে রেখে আলোচনা সভায় কাউখালী থানা অফিসার ইনর্চাজ মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টন, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সুনীল ক্ন্ডুু, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিল্টন, চিরাপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদ খান খোকন, আমরাজুড়ী ইউপি চেয়ারম্যান শেখ সামচ্ছুদোহা চানঁ, শিয়ালকাঠী ইউপি চেয়ারম্যান সিকদার দেলোয়ার হোসেন, জাতীয় পার্টি জেপি’র সাধারণ সম্পাদক শাহ আলম নসু, সমাজ সেবক আঃ লতিফ খসরু, কাউখালী প্রেসক্লাব সভাপতি তারিকুল ইসলাম পান্নু সহ আরও অনেকে। অনুষ্ঠান সঞ্চালনা করেন কাউখালী থানার ওসি তদন্ত মোঃ রাজিব হোসনে। আলোচনা সভায় জনপ্রতিনিধি, রাজনৈতিক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।