মঠবাড়িয়া প্রতিনিধি :
পিরোজপুরের মঠবাড়িয়ায় মো. আল আমীন হাওলাদার (২৪) নামে প্রবাসি এক যুবককে প্রতিপক্ষ সন্ত্রাসীরা কুপিয়ে দুই হাতের আঙ্গুল বিচ্ছিন্ন করেছে। শুক্রবার দিনগত রাত সাড়ে দশটার দিকে মঠবাড়িয়া পৌর শহরের দক্ষিণ বন্ধর ড্রেন সড়কে এ সন্ত্রাসী হামলার শিকার হন। প্রথমে তাকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর তাকে আশংকাজনক অবস্থায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
আহত যুবক আল আমীনের মা আকলিমা বেগম জানান, গত দশ মাস আগে তার সৌদি প্রবাসি ছেলে আল আমীন বাড়িতে আসে। তার ছেলের সাথে কারও শত্রুতা ছিলোনা। তবে তার মোবাইলে কয়েক যুবকের মাদক সেবনের একটি ভিডিও সংরক্ষি ছিলো । এ নিয়ে পূর্ব শত্রুতা থাকতে পারে। ওই কারনে শনিবার দিনগত রাত সাড়ে দশটার দিকে ৫/৬জন অজ্ঞাত যুবক পূর্বে ওত পেতে থাকে। বাসার সামনে আল আমীন আসলেই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এসময় তার দুই হাতের আঙ্গুল বিচ্ছিন্ন করা হয়।