আজ ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

বাগেরহাট জেলার মোরেলগঞ্জে সুপারি বাগান থেকে নবজাতক উদ্ধার

খ.ম. নাজাকাত হোসেন সবুজ
বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

বাগেরহাট জেলার, মোরেলগঞ্জে সুপারি বাগান থেকে এক নবজাতক পুত্রসন্তানকে উদ্ধার করেছেন স্থানীয়রা। শুক্রবার বেলা ৪টার দিকে পশ্চিম সরালিয়া গ্রামের আব্দুল হাকিম হাওলাদারের নির্জন বাগানে শিশুটিকে কাঁদতে দেখে কোলে তুলে নেন শাহালম হাওদার। সন্ধা সাড়ে ৬ টার দিকে শিশুটিকে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবিষয়ে হাসপাতালের কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি বলেন, নবজাতক শিশুটিকে ভর্তি নিয়ে প্রসূতি ওয়ার্ডে এক মায়ের কাছে রাখা হয়েছে।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, শিশুটির অভিভাবকদের খুঁজে বের করার চেষ্টা চলছে। পাওয়া না গেলে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ