আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

চুরি যাওয়া মোবাইল ফোনের হদিস মিলল টাকা রিচার্জ করতে গিয়ে

 

মণিরামপুর (যশোর)প্রতিনিধি :

চুরি যাওয়া মোবাইল ফোনের হদিস মিলল ওই ফোনে ব্যবহৃত সিমকার্ডে টাকা রিচার্জ করতে গিয়ে। মণিরামপুরের মশিয়াহাটী বাজারের অন্বেষা ফার্মেসীতে বুধবার সকালে ০১৬১০৩৯৭৩৯০ নম্বরে ৩০ টাকা রিচার্জ করতে যায় পাশের প্রভাত ফার্মেসীর মালিক রথীন বিশ্বাসের ছেলে রাহুল বিশ্বাস। রিচার্জের সময় নম্বর দেখে চিনে ফেলেন অন্বেষা ফার্মেসীর মালিক তপন বিশ্বাস। সুজাতপুর গ্রামের ফার্মেসী মালিক তপন জানান, গত মার্চ মাসে তার ফোনটি চুরি হয়ে যায়। চুরি যাওয়া ফোনের নম্বর চিনতে পেরে তিনি রাহুলকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় বাড়ির কৌটার ভিতর থেকে ওই সিমটি পেয়েছে। রাহুল বাড়িতে গিয়ে পিতা রথীনকে বিষয়টি জানালে তিনি এসে মোবাইল ফোনের বা ওই সীমের বিষয়ে অন্য কাউকে জানাতে তপনকে নিষেধ করেন এবং কিছু টাকা পয়সা নিয়ে চুরির বিষয়টি ধামাচাপা দেয়ার প্রস্তাব দেন। এর পরদিন বৃহস্পতিবার ফোনের মালিক তপন বাজার কমিটির সভাপতির কাছে মৌখিক অভিযোগ করেন। চুরি যাওয়া ৮ হাজার টাকা মূল্যের ফোন গোপনে ৩ হাজার টাকা দিয়ে রথীন ধামাচাপা দেয়ার চেষ্টা করেন। এক পর্যায়ে তপনকে টাকা নিতে বাধ্য করা হয়। এই ঘটনা জানাজানি হয়ে পড়লে ওই বাজারের দোকান মালিকরা ও বাজার কমিটির অন্য সদস্যরা এই হীন কার্যের প্রতিবাদ জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং যথাযথ বিচারের দাবী জানান। তারা আরও জানান, কয়েক মাস আগে এই প্রভাত ফার্মেসীর মালিক রথীন মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি করে ৫ হাজার টাকা জরিমানা দিয়েছিল। বারবার একই ব্যক্তির অপরাধমূলক কার্যক্রমের প্রতিবাদে মশিয়াহাটী বাজারে চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনার ব্যাপারে অন্বেষা ফার্মেসীর মালিক তপনের সাথে আলাপকালে তিনি জানান, তাকে ৩ হাজার টাকা দিয়ে মুখ বন্ধ করে রাখতে বাধ্য করা হয়েছে। এদিকে বিষয়টির ব্যাপারে রথীনের কাছে জানতে চাইলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি। অপরদিকে বাজার কমিটির সভাপতি জানান, এবারও জরিমানা ও মুচলেকা দিয়ে রক্ষা পেয়েছেন ফার্মেসী মালিক রথীন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ