আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে পরীক্ষামূলক ভাবে ফেরি চলাচল শুরু করেছে

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ 

একটানা ২২ দিন ফেরি বন্ধ থাকার পরে সীমিত আকারে পরীক্ষামূলক সীমিত পরিসরে ফেরি চলাচল শুরু করেছে।

শুক্রবার ৩০ অক্টোবর সকাল ৮টা থেকে দুপর ১টা পযন্ত ৫টি ফেরি চলাচল করেছে পদ্মসেতুর চায়না চ্যানেল ব্যবহার করে।তবে জরুরী প্রয়োজন ছাড়া এই নৌরুট ব্যবহার না করার অনুরোধ বিআইডব্লিউটিসির।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের  মেরিন অফিসার আহম্মেদ আলী জানানসকালে ৪টি ফেরি শিমুলিয়াঘাট থেকে যাত্রী ও যানবাহন নিয়ে কাঁঠালবাড়ী ঘাটের উদ্দেশে ছেড়ে যায়। পদ্মায় চায়না চ্যানেল হয়ে জাজিরা প্রান্তের পদ্মাসেতুর ৩৮ ও ৩৯ নম্বর পিলারের মাঝ দিয়ে চলছে এ ফেরি গুলো । এই পথ দিয়ে আগেও ফেরি চলাচল করেছে এটি চায়না চ্যানেল’ নামে পরিচিত।

শিমুলিয়া  ঘাট এলাকায় যানবাহনের উপস্থিতি কম ছিল , মোটরসাইকেল ও প্রাইভেটকার বেশি পার হয়েছে। 

ফেরি চলাচল শুরুর পর বেলা সাড়ে ১১টায় চাপ বাড়তে থাকে নদীতে কয়েকটি পয়েন্টে নাব্যতা সংকট এখনো আছে,সেসব জায়গায় ড্রেজিং চলছে। তবে যেকোনো সময় ফেরি চলাচল আবার বন্ধ হয়ে যাওয়ারও পরিস্থিতি তৈরি হতে পারে বলেন তিনি ।

পরিবহন চালক ও যাত্রীরা দাবি করেনঘাটটি যেন এখন থেকেই সীমিত আকার হলেও চলাচল অব্যাহত থাকে। না হলে দক্ষিণাঞ্চলের যাত্রীরা দিনের পর দিন দুর্ভোগের শিকার হন।

তবে লঞ্চ ও স্পিডবোট চলাচল স্বাভাবিক থাকলেও নাব্য সংকটে ডুবোচরে আটকে মাঝে মধ্যেই লঞ্চ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ