আজ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৪ ইং

ফ্রান্সে মহানবী হয়রত মুহাম্মদ (সাঃ)কে নিয়ে কটাক্ষ ও ব্যঙ্গচিত্র করার প্রতিবাদে ধামরাইয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

 

রনজিত কুমার পাল (বাবু)
নিজস্ব প্রতিবেদক :

ফ্রান্সে প্রিয় মহানবী হয়রত মুহাম্মদ (সাঃ)কে নিয়ে কটাক্ষ ও ব্যঙ্গচিত্র করার প্রতিবাদে ঢাকার ধামরাইয়ের পৌর এলাকা ও কালামপুর ভালুম কলেজ মাঠের পাশে আজ শুক্রবার (৩০শে অক্টোবর) জু’মার নামাযের পর প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।
সমাবেশে কয়েকটি মসজিদের মুসল্লীরা খন্ড খন্ড মিছিল নিয়ে যোগ দেন। এসময় তারা বিশ্ব নবীর অপমান কোন মুসলাম সহ্য করবে না বলে জানান। মুসল্লীরা বলেন বিশ্ব নবী বিশ্বের মুসলমানদের হৃদয়ের স্পন্দন। তাই নবীর ব্যঙ্গচিত্র ও কটাক্ষকারী দেশ ফ্রান্সের সকল পন্য বর্জনের ঘোষণা দেন তারা।
কালামপুরের সমাবেশে বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মির্জা ইয়ার হোসেন, কালামপুর বাজার বণিক সমিতির সভাপতি রবিউল করিম, কলেজের প্রভাষক আওলাদ হোসেন, কালামপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি ইউসুফ বিন সিরাজ, মাওলানা আবু সাঈদ জেহাদী, মাওলানা ওসমান গনি, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা মাহমুদুল হাসান প্রমূখ।
ধামরাই উপজেলা ইমাম পরিষদ এবং সকল ঈমানদার মুসলমানদের একটাই দাবি আমাদের কলিজার টুকরো নবী কে অবমাননা করা ফান্সের সকল পন্য বর্জন, ওই দেশের সাথে পৃথিবীর সকল মুসলিম দেশের সম্পর্ক ছিন্ন করা।
পরে বিক্ষোভ মিছিল নিয়ে মুসল্লীরা কালামপুর গার্লস স্কুল পর্যন্ত প্রদক্ষিন করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ