আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

সুজানগরের চর ভবানীপুর গুচ্ছ গ্রামে মসজিদ নির্মাণের জায়গা পরিদর্শন

 

শেখ রেজাউল করিম রুবেল
সুজানগর পাবনা:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় ও দরিদ্র মানুষের জন্য বাসস্থান নির্মাণের লক্ষ্যে পাবনার সুজানগর উপজেলার চর ভবানীপুর পদ্মা নদীর চরে গুচ্ছ গ্রাম নির্মাণ করেছে।এ সকল অসহায় ও দরিদ্র মানুষের নামাজের জন্য জায়গা পরিদর্শন ও জুম্মা নামাজ আদায় শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নিজস্ব অর্থায়নে পদ্মা নদীর চরের গুচ্ছ গ্রামের মানুষের জন্য মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছে পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর মনসুর আলী মন্টু। শুক্রবার তিনি জুম্মার নামাজ শেষে গুচ্ছ গ্রামের বসবাসরত মানুষের সাথে ওখানে জুম্মা নামাজ আদায় করেন।এ সময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী নওশের আলী সরদার, পৌর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক পাসু সরদার, গরীবের নেতা রহুল আমিন, বিশিষ্ট ব্যবসায়ী মানিক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মনিরুজ্জামান, মোমিন প্রমুখ। ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মনসুর আলী মন্টু জানান, গুচ্ছ গ্রামের বসবাসরত মানুষের এবাদত করার জন্য, একটি মসজিদ নির্মাণের জন্য জায়গা কিনে, তাদের নামাজ আদায়ের লক্ষ্যে আজ গুচ্ছ গ্রাম পরিদর্শন করলাম ও তাদের সাথে খোলামেলা পরিবেশে জুম্মা নামাজ আদায় করলাম।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ