শামীম হোসেন : নিজস্ব প্রতিবেদক
সাভার পৌরসভার ওলাইল, তালবাগ কাতলাপুর, তারাপুর, ভাগুলপুর নিয়ে ৬ নং ওয়ার্ড । বিগত ২০১৬ সন থেকে অসহায় গরীব দুখির পাশে থেকে মানুষের জন্য কাজ করে যাচ্ছেন কাউন্সিলর আলহাজ্ব আব্দুস সাত্তার। তিনি ৬ নং ওয়ার্ডের বিভিন্ন রাস্তার উন্নয়নসহ মসজিদ, মাদ্রাসা, মন্দিরের জন্য সহযোগিতা অবহ্যাত রয়েছে।
সাভার পৌরসভার ৬ নং ওয়ার্ডে সরজমিনে গিয়ে দেখা যায় বিভিন্ন সড়কের উন্নয়ন কাজ চলছে।
স্থায়নীয়দের সাথে আলাপ কালে তারা জানায় আমাদের কাউন্সিলর আব্দুস সাত্তার কাকা তিনি খুবই ভালো মানুষ বলে আনোয়ার হোসেন। সাইদুর রহমান বলেন কাকার কাছে কেউ কোন সমস্যা নিয়ে গেলে তাৎক্ষণিক সমাধান করে দেয়।
আব্দুস সাত্তার বিষয়ে তার এক বন্ধু হাজী আব্দুর রহিম বলেন কাউন্সিলর এর মতো সাদা সিদে মানুষ খুব কমই হয়। যে কেউ তার সাথে দেখা করে কথা বলতে পারেন। কাউন্সিলর আব্দুস সাত্তার বলেন জনগণের সুখ দুখে পাশে থেকে সহযোগিতা করে বাকী জীবন কাটাতে চাই। আপনারা দোয়া করবেন, আমি ও আপনাদের সকলের জন্য আল্লাহর কাছে দোয়া করি।