মুহাম্মদ আনোয়ার হোসেন চট্টগ্রাম থেকে:
হাটহাজারীতে পরিবার পরিকল্যান মন্ত্রনালয়ের মালিকানাধীন প্রায় ২০ লক্ষ টাকা মূল্যের সরকারি জমি উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর মৌজার স্বাস্থ্য এবং পরিবার পরিকল্যান মন্ত্রনালয়ের মালিকানাধীন এই জায়গা উদ্ধার অভিযানের নেতৃত্বদেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিন।
সূত্র জানায়, অভিনব এবং যুগান্তকারী কৌশলে দেয়াল নিমার্ণ করে মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের প্রায় ৩০০০ বর্গফুট জায়গা দখল করে স্থানীয় এক ইউপি সদস্য। গোপন সংবাফদের ভিত্তিতে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার অভিযান চালিয়ে নির্মিত দেয়াল ভেঙ্গে সরকারি প্রায় ২০ লক্ষ টাকার ৩০০০ বর্গফুটেরও বেশি(প্রায় ৪ শতক) জায়গা অবৈধ দখলমুক্ত করে।
এ ব্যাপারে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিন জানান, ফেসবুক মেসেঞ্জারে একজন সচেতন নাগরিকের মেসেজ পেয়ে এই অভিযান পরিচালনা করা হয়।