আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

খুলনায় বকেয়া পাওনা পরিশোধ সহ ৬ দফা দাবিতে সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারীদের মানববন্ধন

 

জিয়াউল ইসলাম :
ব্যুরো প্রধান খুলনাঃ

বেসরকারী পাট সুতা বস্ত্র কল শ্রমিক কর্মচারী ফেডারেশন রেজি: নং ১০ এর উদ্যাগে শ্রম আইন কে অমান্য করে বন্ধকৃত মহসেন, এ্যাজাক্স , জুট স্পিনার্স আফিল, সহ সকল কলকারখানার শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ ও আংশিক চালু সোনালি জুট মিল পুর্নাঙ্গরুপে চালু, মেয়াদউর্ত্তিন সকল জুট মিলের সিািবএ নির্বাচন দেওয়া সহ ৬ দফা দাবিতে বুধবার সকাল ১১টা থেকে বেলা ১২ টা পর্যন্ত ১ ঘন্টা মানববন্ধন কর্মসুচি পালন করেন শ্রমিকরা । জাতীয় মুজুরি বোর্ডের সদস্য প্রবীন শ্রমিক নেতা মোঃ শহিদুল্যাহ খার সভাপতিত্বতে ও ফেডারেশনের প্রচার সম্পাদক সাংবাদিক সাইফুল্লাহ তারেক ও শ্রমিক নেতা ওবায়দুর রহমানের পরিচাল নায় মানববন্ধনে বক্তৃতা করেন ব্যক্তিমালিকানাধীন পাট সুতা ও বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি মোঃ আমজাদ হোসেন , সাধারণ সম্পাদক ও মহসেন জুট মিলের সাবেক সিবিএ সাধারণ সম্পাদক খান গোলাম রসুল, সংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম , সোবহান মোল্যা ,বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী , ওয়াহিদ মুরাদ, মোঃ নুরুজ্জামান, লিয়াকত মুন্সি, সেকেন্দার আলী, আঃ সালাম , নিজাম উদ্দিন, মনিরুল ,নূরে আলম, নূর মোহাম্মদ, আবুল কাশেম, আব্দুল ওহাব, বখতিয়ার হোসেন , আমির মুন্সি,আব্দুল ওয়াদুদ,আতিয়ার মোল্যা, কুদ্দুস খান , জাহাঙ্গীর , সিরাজুল ইসলাম , আজিজুল,সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস , বেল্লাল , ইমরান, বাবুল , কাবিল হোসেন প্রমুখ । সভায় মানববন্ধনে কর্মসুচিতে বক্তব্যপ্রদান কালে শ্রমিক নেতৃবৃন্দ বলেন ব্যক্তিমালিকানা জুট মিলের সমস্য সংক্রান্ত বিষয়ে শ্রম প্রতিমন্ত্রী , খুলনা জেলা প্রশাসক ও বিভাগীয় শ্রম পরিচালক এর মাধ্যমে বৈঠকে একাধিক সিদ্ধান্ত হওয়ার পরও শ্রমিকদের কোন দাবি আদায় হয়নি । তাই রাজপথে শান্তিপুর্ন কর্মসূচির মাধ্যমে শ্রমিকদের দাবি আদায় করা হবে। এছাড়া একই দাবিতে আগামী ০৯ নভেম্বর সকাল ১১ টায় ঢাকা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী পালিত হবে বলে আন্দলন রত নেতৃবৃন্দ জানান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ