আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

মহেশখালীতে আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রী কার্যালয়ের উপ-সচিব গুলশান আরা

 

আবু বক্কর ছিদ্দিক , কক্সবাজার প্রতিনিধিঃ

কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক দুইটি প্রস্তাবিত আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেছেন মাননীয় উপ-সচিব ও প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক-৪- মিস গুলশান আরা । ২৮ অক্টোবর (বুধবার) সকাল ১১টার সময় তিনি কালারমারছড়া বাজারের পশ্চিমে মোহাম্মদ শাহঘোনা প্রস্তাবিত আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেছেন । এর পর কালারমারছড়া বাজারের পূর্ব পাশে ফকিরজোম পাড়া আরো একটি প্রস্তাবিত আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন মাননীয় উপ-সচিব ও প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক-৪ মিস গুলশান আরা । পরিদর্শনকালে তিনি আশ্রয়ণ প্রকল্পের জায়গা ও উক্ত প্রকল্প কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন । এ সময় মাননীয় উপ-সচিব ও প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক-৪ গুলশান আরা কালারমারছড়া ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকাণ্ড দেখে স্থানীয় ইউপি চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফের প্রশংসাও করেন । এবং কালারমারছড়া ইউপি ভবন নির্মাণের জন্য জমির কাগজ পত্র গুলি দ্রুত মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দেন । এর আগে তিনি কক্সবাজার থেকে নদী পথে স্প্রিট বোট যোগে বদরখালী জেটি ঘাটে আসলে সেখানে ফুল দিয়ে স্বাগতম জানান মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান ও কালারমারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ । পরিদর্শনকালে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন , কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আমিন আল পারভেজ , মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাসেদুল ইসলাম , কালারমারছড়ার ইউপি চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ , বদরখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ কে ভুট্টো সিকদার , কালারমারছড়ার তহসিলদার জয়নাল আবেদীন , কালারমারছড়ার ইউপি সচিব নজরুল ইসলাম সহ সকল ইউপি সদস্যগন এতে উপস্থিত ছিলেন ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ