আজ ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ ইং

মুন্সীগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক 

মুন্সীগঞ্জ প্রতিনিধি: 

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করিয়া ৪শ গ্রাম গাঁজাসহ আলী মিয়া খাদেম (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃত আলী মিয়া সদর উপজেলার শিলই ইউনিয়নের আঁকাল মেঘ গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।

মঙ্গলবার ২২ অক্টোবর বিকেল সোয়া ৫টার দিকে মুন্সীগঞ্জের ডিবি পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার শিলই ইউনিয়নের আকালমেঘ গ্রামের মাদক অভিযান পরিচালনা করে ৪শ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়।

এ ব্যাপারে মুন্সীগঞ্জের গোয়েন্দা শাখা ডিবি পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক মামুন জানান আটককৃত আলি মিয়া একজন নিয়মিত মাদক ব্যবসায়ী। তাকে জিজ্ঞাসাবাদে সে এলাকার বেশ কয়েকজন মাদক ব্যবসায়ীর নাম উল্লেখ করেছেন ।

যাহা তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইতেছে ।আলী মিয়ার বিরুদ্ধে মুন্সীগঞ্জের সদর থানায় মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ