আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ছাত্র ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি, শিক্ষা উপকরণ, ক্রীড়া ও সাংস্কৃতিক সামগ্রী বিতরণ

মোঃ ইসহাক
গোদাগাড়ী (রাজশাহী)উপজেলা প্রতিনিধিঃ

রাজশাহী গোদাগাড়ী উপজেলার ২০১৯-২০ অর্থ বছরে “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পাবর্ত্য চট্টগ্রাম ব্যতীত) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ছাত্র ছাত্রীদের জীবনমান উন্নয়নে শিক্ষাবৃত্তি, শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ, ক্রীড়া ও সাংস্কৃতিক সামগ্রী বিতরণ এবং বসতবাড়ির চাবি হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে সাড়ে দশটার দিকে জেলা অডিটোরিয়ামে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয় ।
এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (গোদাগাড়ী-তানোর-১) আসনের এমপি আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।
সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন,।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম,ভাইস-চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক, উপজেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশিদ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাম কাউসার মাসুম, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ অয়েজুদ্দিন বিশ্বাস, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ, প্রেস ক্লাবের সভাপতি মোঃ বকুল আহমেদ, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ আলমগীর কবির তোতা,উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ পারভেজ মোশাররফ, পৌর ছাত্রলীগ নেতা মোঃ সোহাগ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, শিক্ষকসহ অসংখ্য ছাত্র/ছাত্রী এই সময় উপস্থিত ছিলেন।

এই সময় ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছাত্র ছাত্রীদের জীবনমান উন্নয়নে বাইসাইকেল বিতরণ,বসতহীন পরিবারের মাঝে বসত নির্মীত বাড়ীর চাবি প্রদান করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ