আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

লালমনিরহাটে একসঙ্গে তিন সন্তান প্রসব

পরিমল চন্দ্র বসুনিয়া,লালমনিরহাট প্রতিনিধি:

 

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মধ্য গড্ডিমারী গ্রামে এক সাথে তিনটি সন্তান প্রসব করেছেন এক গৃহবধূ। এরমধ্যে ২ টি ছেলে ও ১টি মেয়ে সন্তান। ৩টি সন্তানেই সুস্থ থাকলেও মা শাপলা বেগম বেশ অসুস্থ।

খবর পেয়ে মা ও সন্তানদের দেখতে যান ইউএনও সামিউল আমিন ও এসি ল্যান্ড শামীমা সুলতানা। গত ২৬ ফেব্রুয়ারি ওই এলাকার সাফিউল ইসলামের স্ত্রী রংপুরের একটি হাসপাতালে ৩টি সন্তান প্রসব করেন।

মধ্য গড্ডিমারী গ্রামের জিয়া ও দুলু জানান, সাফিউল ইসলাম পেশায় রাজমিস্ত্রী। তার স্ত্রী শাপলা বেগম গত ২৬ ফেব্রুয়ারি ৩টি সন্তান প্রসব করেন। সন্তানগুলো সুস্থ থাকলেও মা প্রচন্ড অসুস্থ। তার চিকিৎসা প্রয়োজন। তাদের আর্থিক সংকট দেখা দিয়েছে। খবর পেয়ে ইউএনও সামিউল আমিন ও এসি ল্যান্ড শামীমা সুলতানা তাদের দেখতে যান। তিনি খাবারসহ আর্থিক সহযোগিতা করেছেন। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে মানুষজন বাচ্চাগুলো দেখতে ভিড় জমাচ্ছে। তবে স্বাস্থ্য বিভাগের লোকজনকে এখনো দেখা যায়নি ওই বাড়িতে।

হাতীবান্ধার ইউএনও সামিউল আমিন বলেন, আমি খবর পেয়ে দেখতে এসেছি। শিশুগুলো সুস্থ আছে। মায়ের চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্য বিভাগের সাথে কথা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ