আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ ইং

সাভার সিআরপিতে বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস পালিত

 

নিজস্ব প্রতিবেদক :

‘নতুন পরিকল্পনা, নতুন উদ্যম, সবাই হব সক্ষম’ এই শ্লাোগান নিয়ে সাভারের বাংলাদেশ পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) পালন করা হলো ১১ তম বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সিআরপি’র অকুপেশনাল থেরাপি বিভাগ এবং বাংলাদেশ অকুপেশনাল থেরাপি এ্যাসোসিয়েশন (বিওটিএ)’র সস্মিলিত প্রয়াসে এই দিবসটি পালিত হয়।

দিবসটি প্রতি বছর সারা বিশ্বের ৯২ টি দেশের সাথে বাংলাদেশেও উৎযাপিত হলো বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস। এ উপলক্ষে সকালে সিআরপি ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে একই স্থানে শেষ হয়। র‌্যালি থেকে করোনার হাত থেকে সুরক্ষা পেতে সবার মাঝে মাস্ক বিতরণ করা হয়।

দিনটি উপলক্ষে পক্ষাঘাতগ্রস্ত শিশুসহ সকল বয়সীদের থেরাপিসহ নানা চিকিৎসা সেবা দেওয়া হয়। সব শেষে প্রতিবন্ধিদের নিয়ে একটি হ্ইুলচেয়ার বাস্কেট বল খেলার আয়োজন করা হয়।

এসময় সিআরপির অকুপেশনাল থেরাপি বিভাগের বিভাগীয় প্রধান জনাব মোহাম্মদ জুলকার নাইন, ডা: রোকসানা আক্তার, আনোয়ার হোসেনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ